গাজোলে জলমগ্ন চাষের জমিসহ বহু গ্রাম

  • গাজোল, ১৭ আগস্টঃ বন্যা পরিস্থিতির জেরে দুর্ভোগে মালদার গাজোলের বাসিন্দারা। গাজোল থেকে চাঁচোল যাওয়ার ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে আলাল অঞ্চলের কয়েকশো বিঘা চাষের জমি এখন জলের তলায়। জলে ডুবে গিয়েছে জমির ধান। মহানন্দার জল বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়ে পড়ে। গ্রামে জল ঢোকায় গ্রামবাসীরা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। ফসল নষ্ট হওয়ায় কৃষকদের মাথায় হাত। বুধবার রাত থেকে মহানন্দার জল ধীরে ধীরে বেড়েই চলেছে। গাজোলে চাকনগর অঞ্চলের বাঁধ ভেঙে নদীর জল গ্রামে ঢুকতে শুরু করেছে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।

ছবি : পঙ্কজ ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uSZpEL

August 17, 2017 at 03:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top