নিজস্ব প্রতিবেদক: সিলেটের ঐতহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস ভাংচুর মামলায় ৪জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৩রা আগস্ট)সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে আসামিরা আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত আসামীরা সবাই টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের টিটু গ্রুপের কর্মী।
কারাগারে প্রেরণকৃত আসামিরা হচ্ছে- সুনামগঞ্জের অচিন্তপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, সুনামগঞ্জের জগন্নাথপুরের কাজিপুর গ্রামের অরবিন্দ দে’র ছেলে নিউটন দে, সুনামগঞ্জ নারায়ন তলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও একই জেলার তাহিরপুর রতনপুর গ্রামের মোজ্জামেল হোসেনের ছেলে তারভীর হাসান শাওন।
জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জানান- যাদের জামিন না মঞ্জুর করেছে আদালত তারা ছাত্রবাস ভাংচুর মামলার এজহার নামীয় আসামি।
আদালত সূত্রে জানা যায়, ছাত্রবাস ভাংচুরের ঘটনার দায়েরকৃত মামলায় কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বাদী হয়ে দ্রুত বিচার আইনে যাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন তাদেরকে অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।
এছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার সেকেন্ড অফিসার এসআই জয়ন্ত কুমার দে অভিযোগপত্র আদালতে প্রেরণ করলে (৩০ জুলাই) তা জিআর অফিসে এসে পৌছায়। এখনও আদালতে অভিযোগপত্র গৃহিত হয়নি। অভিযোগপত্রের ওপর শুনানী হবে আগামী (৮ আগস্ট)।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uqoINf
August 04, 2017 at 06:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন