বরুড়ায় প্রবাসীর স্ত্রীর মুখে এসিড ঢেলে হত্যার চেষ্টা

বরুড়া প্রতিনিধি ● বরুড়ায় রোকসানা (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর মুখে এসিড ঢেলে হত্যার চেষ্টা করেছে তার স্বামীর বাড়ির লোকজন। রোকসানা উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর গ্রামের প্রবাসী মোঃ আবুল বাসারের স্ত্রী।

রোকসানার ভাই ইউছুফ জানান, রবিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে আহত রোকসানাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যায় তার শশুর আঃ রহিম। দুই কন্যা সন্তানের জননী রোকসানার বাড়ির একই ইউনিয়নের দক্ষিণ হোসেন পুর গ্রামে ।

তার ভাই ইউছুফ আরো জানান বিয়ের পর দুইবার আবুল বাসারকে বিদেশে পাঠায় তার বাবা, তারপরও স্বামীর মানুষের মন রক্ষা হয়নি। রোকসানার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ব্যাপারে বরুড়া থানা অফিসার ইনচার্য আজম উদ্দীন মাহমুদকে জানালে তিনি তড়িৎ ব্যাবস্থা নিচ্ছেন বলে যানান।

The post বরুড়ায় প্রবাসীর স্ত্রীর মুখে এসিড ঢেলে হত্যার চেষ্টা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xqlOKZ

August 28, 2017 at 07:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top