ঢাকা, ২৭ আগস্ট- রাত ৩টা ছাড়াল। কর্মব্যস্ত দিন শেষে মহানগরীর অধিকাংশ মানুষই তখন ঘুমের রাজ্যে। সারা দিনের হাড়ভাঙা অনুশীলন শেষে ক্রিকেটাররাও ঘুমাচ্ছেন। তবে ঘুম নেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের চোখে। হাতে সাদা একটা কাগজে লেখা ১৪ ক্রিকেটারের নাম। এর মধ্যে ১১ জন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকবেন। তিনজনকে বাদ দিতে হবে, আর এটা করতে গিয়েই রাতের ঘুম হারাম হয়ে গেছে জাতীয় দলের কোচের। কাকে রেখে কাকে নেবেন এটা ভাবতে ভাবতেই ঘড়ির কাঁটা ৩টায়। সিদ্ধান্তহীনতায় ভোগা হাথুরুসিংহে বসলেন টুইটারে। সেখানে লিখলেন, উভয় সংকট! জাতির আবেগ নাকি টিম কম্বিনেশন #নির্ঘুম রাত। হাথুরুসিংহের ঘুম না আসারই কথা। একে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। গত বছর ইংল্যান্ডকে হারানোর পর ক্রিকেট দলের প্রতি সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। সেই কারণে দল নির্বাচন করতে হবে খুব ভেবেচিন্তে। প্রথম টেস্টের দলে তামিম, সাকিব, মুশফিক, মুস্তাফিজ ও মিরাজে জায়গাটা মোটামুটি নিশ্চিত। বাকি নয়জনের মধ্যে বাদ দিতে হবে তিনজনকে। তিন স্পিনার খেলানোর পক্ষে বাংলাদেশ। তাই দলে থাকবেন এক অথবা দুজন পেসার। সে ক্ষেত্রে শফিউল ও তাসকিনের মধ্যে একজনের জায়গা হুমকির মুখে। এদিকে তামিমের সঙ্গী সৌম্যকেই প্রথম পছন্দ সবার। তাহলে কি ইমরুল খেলবেন তিনে? পরের নামটি যদি মমিনুলের হয় তাহলে সাব্বির বা নাসিরের জায়গা থাকছে কি একাদশে? কারণ পাঁচ-ছয়ে অটোমেটিক চয়েস সাকিব-মুশফিক। আবার সাত ব্যাটসম্যান খেলালে কাকে নেওয়া হবে সেটাও ভাবার বিষয়। অস্ট্রেলিয়া দল দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে। এটাও মাথায় রয়েছে হাথুরুর। সে ক্ষেত্রে বাংলাদেশ যদি দুজন স্পিনার রেখে একজন ব্যাটসম্যান বাড়াতে চায় সেখানেও রয়েছে সমস্যা, তাহলে মিরাজ ও তাইজুলের মধ্যে বেছে নিতে হবে একজনকে। আবার মমিনুলকে যদি না খেলানো হয়, তাহলে গণমাধ্যম ও সমর্থকদের সমালোচনার ভয় থেকে যায়। ভালো খেলা নাসির যদি অবহেলিত থাকেন, সে ক্ষেত্রেও সমালোচনা হবে। কি তালগোল পাকিয়ে ফেললেন তো? তাহলে ভাবুন দল ঘোষণা নিয়ে কী রকম চাপে রয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে! এমএ/ ০১:০২/ ২৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wI75hA
August 27, 2017 at 07:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন