রায়গঞ্জ, ১৯ আগস্টঃ বৃষ্টি কমলেও এখনও বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি উত্তর দিনাজপুরে। কুলিক, সাই ও মহানন্দা নদীর জলে প্লাবিত জেলার বিভিন্ন এলাকা। রায়গঞ্জ ব্লক ও ইটাহার ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন অবস্থায় রয়েছে। ওই এলাকার বিভিন্ন এলাকায় জল ক্রমশই বাড়ছে। মারনাই, চূড়ামন ও ইটাহার ব্লকের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে জল ঢুকে পড়ায় চিকিত্সা পরিসেবা বন্ধ রাখা হয়েছে। ইটাহার হাসপাতালে জল ঢুকে পড়ায় রোগীদের দ্বিতীয় তলায় সরিয়ে আনা হয়েছে। ওই ব্লকের সমগ্র এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রায়গঞ্জ-শিলিগুড়ির যোগাযোগ ঠিক থাকলেও ইটাহারের জাতীয় সড়কের ওপর দিয়ে জল বয়ে যাওয়ায় রায়গঞ্জ-মালদার যোগাযোগ বিচ্ছিন্ন। তবে কিছু গাড়ি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর হয়ে মালদার সঙ্গে যোগাযোগ রাখছে।
ছবিঃ সংবাদচিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xdPL0d
August 19, 2017 at 07:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন