শিলিগুড়ি, ২৭ আগস্টঃ মুখ্যমন্ত্রীর নিখুঁত চালে পাহাড়ে ভাঙার মুখে জিএমসিসি। রবিবার সকালে গোর্খাল্যান্ড মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটি (জিএমসসিসি) আহ্বায়ক তথা মোর্চার প্রথম সারির নেতা কল্যাণ দেওয়ান জানিয়ে দেন, এদিন জিএমসিসি-র বৈঠক বাতিল করা হয়েছে। কারণ, তাঁরা আশা করেছিলেন রাজ্য সরকারের কাছ থেকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাবে জিএমসিসি। কিন্তু এদিন সকাল পর্যন্ত জিএমসিসি-র কাছে কোনো আমন্ত্রণ আসেনি। ফলে বৈঠকের কোনো প্রয়োজন নেই। যে দলগুলি চিঠি পেয়েছে তারা নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী বৈঠকে যাবে।
কল্যাণের এই বক্তব্যের জেরে পাহাড়ে সমালোচনার ঝড় উঠেছে। জিএনএলএফ-এর মুখপাত্র নীরজ জিম্বা বলেন, মোর্চা দায়িত্ব নিয়ে জিএমসিসি-র অস্তিত্ব নষ্ট করে দিল। পাহাড়ের আরেক নেতা বলেন, গোর্খাল্যান্ড ইশ্যুতে বৈঠকের জন্য মোর্চা জিএমসিসি-কে প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেছে। পাহাড়ের বাকি রাজনৈতিক দলগুলি মোর্চাকে আর বিশ্বাস করে না।
ছবিঃ কল্যাণ দেওয়ানের ফাইলচিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vspPx5
August 27, 2017 at 01:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন