নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে


সুরমা টাইমস ডেস্ক :: নগরীর টিলাগড়ে আবারো সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুটি গ্রুপ। এ ঘটনায় টিলাগড়সহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাত ৯টার দিকে দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিগবিদিক ছুটোছুটি করতে থাকেন পথচারীরা। আতংকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন। অস্বাভাবিক হয়ে পড়ে সিলেট-তামাবিল সড়কে যানচলাচল ।
রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই মধ্যে উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় শাহপরাণ (র.) থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এদিকে অস্ত্রশস্ত্রসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় টিলাগড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে আশপাশ এলাকায়।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন তিনি ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vBosMK

August 29, 2017 at 11:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top