শিলিগুড়ি, ১৮ আগস্টঃ শিলিগুড়ির পর এবার ভক্তিনগর। বাংলা ভাগের চক্রান্ত বিফল করতে ফের পথে নামল রাজ্যের শাসকদল। পর্যটনমন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে শুক্রবারের মিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ।
পৃথক রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার ধ্বংসাত্মক আন্দোলন পাহাড় থেকে সমতলে নামিয়ে আসার উদ্যোগ শুরু হতেই সমতলে প্রতিরোধ গড়ে তুলেছেন সাধারণ মানুষ। পাহাড়ে মোর্চার হুংকার বজায় থাকলেও সমতলে তাদের আন্দোলন যাতে কোনোভাবেই মাথাচারা দিতে উঠতে না পারে তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও শালুগাড়া, সুকনা, শালবাড়ি, মিলন মোড় এলাকাতেও তাদের কর্মসূচী পালন করেছেন মোর্চা সমর্থকেরা।
শুক্রবারও ভক্তিনগর থানার সামনে থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়েক হাজার সমর্থক শালুগাড়া বাজারে শেষ হয় এই মিছিল। মঞ্চ বেঁধে যোগদান করানো হয় বেশ কয়েকজন সিপিএম সদস্যকেও। এদিন গৌতম দেব মোর্চার উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, পাহাড় অখণ্ড ছিল, অখণ্ড আছে এবং থাকবে। কোনোরকম অশান্তি করার চেষ্টা করলে সর্বশক্তি দিয়ে বিমল গুরুংদের প্রতিরোধ করা হবে। ফের ২০ তারিখে নকশালবাড়িতে সমাবেশ করা হবে বলে জানান মন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2whn9GW
August 18, 2017 at 10:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন