শিলিগুড়ি, ১৩ আগস্টঃ কেন্দ্রের ডাকে দিল্লি যাচ্ছেন গোর্খাল্যান্ড মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটির (জিএমসিসি) প্রতিনিধিরা। সেখানে পাহাড় ইশ্যু নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। কল্যাণ দেওয়ানের নেতৃত্বে মোর্চা ছাড়াও জিএনএলএফ-এর এন বি ছেত্রী, গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চার দাওয়া পাখরিন, সিপিআরএম-এর অরুণ ঘাটানি সহ অন্যরা আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে খবর। দিল্লি থেকে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মোর্চা নেতা রোশন গিরি, দার্জিলিং-এর সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার। তবে তাৎপর্যপূর্ণভাবে জন আন্দোলন পার্টি (জাপ)-এর কোনো প্রতিনিধিই এই বৈঠকে যাওয়ার জন্য আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন জাপ সভাপতি ড: হরকাবাহাদুর ছেত্রী।
ছবিঃ ফাইল চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hVZEgd
August 13, 2017 at 03:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন