বন্যার্তদের মাঝে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোটিকরামপুর, নামোবড়িপাড়া, চরমোহনপুর ও সদর উপজেলার সুন্দরপুর, চরইসলামাবাদ,ঘাটিয়াল পাড়া, গ্রামের ৩৫ জন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার সকালে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. দুররুল হোদা, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, সহকারী প্রধান শিক্ষক মার্শাল, সাবেক প্রধান শিক্ষক হাসানুল মবিন, বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। বন্যার্ত অসহায় দুঃস্থ প্রতিটি পরিবারের মাঝে ৭কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আটা, ৩ কেজি আলু বিতরণ করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে ৫০জন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2vov0SO

August 29, 2017 at 05:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top