মুম্বই, ১৮ আগস্টঃ তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদ থেকে ইস্তফা দিলেন বিশাল সিক্কা। বোর্ডের তরফ থেকে গ্রহণ করা হয় তাঁর পদত্যাগপত্র। তিনি ইনফোসিসের সিইও পদে ছিলেন ৩ বছর। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইনফোসিসের তরফে একথা জানানো হয়। তবে সিক্কা ইনফোসিসের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে কাজ করবেন বলে জানিয়েছে কোম্পানি। আরও জানা গিয়েছে কোম্পানির অন্তর্বর্তীকালীন এমডি এবং সিইও পদের জন্য নিযুক্ত করা হচ্ছে ইউবি প্রবীণ রাওকে।
দেশের ভেতর ও বাইরে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ইনফোসিসকে। জানা গিয়েছে, গত কয়েক মাসে সিক্কার বেশ কিছু ভুল পদক্ষেপ তাঁর ইস্তফার অন্যতম কারণ। এছাড়া সিক্কা নিজে জানিয়েছেন, কোম্পানির মধ্যেই দীর্ঘদিন যাবৎ তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছিল। সিক্কার আচমকা ইস্তফায় সংস্থার শেয়ার প্রায় ১০ শতাংশ পড়ে গেছে।
৩১ মার্চ ২০১৮ এর মধ্যে ইনফোসিসের নতুন স্থায়ী এমডি সিইওকে নিযুক্ত করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wgsXQP
August 18, 2017 at 06:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন