মুম্বই, ০৮ আগস্ট- বলিউডে করিনা কাপুর দেখিয়ে দিয়েছেন, সেলিব্রিটি মা ঠিক কেমন হওয়া উচিত ৷ প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই মিডিয়ার কাছে প্রায় কোনও কিছুই লুকিয়ে রাখতে চাননি করিনা ৷ এমনকী, সন্তান তৈমুর হওয়ার পরও মিডিয়া থেকে সন্তানকে লুকিয়ে রাখেননি করিনা কাপুর ৷ এবার যেন সেই রাস্তাতেই হাঁটলেন অভিনেত্রী লিসা হেডেন ৷ সম্প্রতি সন্তানকে স্তন্যদানের ছবি পোস্ট করলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷ তবে শুধুই যে একটা ছবি পোস্ট করা, তা কিন্তু লিসার উদ্দেশ্য ছিল না ৷ এর প্রেক্ষাপটে ছিল বিশ্বের মানুষদের কাছে এক বার্তা পৌঁছে দেওয়া৷ বিশেষ করে মায়েদের বার্তা দেওয়াই ছিল লিসার উদ্দেশ্য ৷ এমএ/ ০৪:২৭/ ০৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2veJfYD
August 08, 2017 at 10:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top