মিরপুরে কন্ডিশনিং ক্যাম্পের শেষদিকে চোখে আঘাত পান মোসাদ্দেক। ফলে চট্টগ্রাম ক্যাম্পেও যোগ দেননি তিনি। এরপর দল ঢাকায় ফিরলে দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। প্রস্তুতি ম্যাচও খেলেন। তবে চোখে কিছুটা সমস্যা থেকে যাওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ব্যাক আপ হিসেবে বলা হয়েছিল নাসির হোসেনকে দলে নেওয়ার কথা।
কিন্তু মুমিনুল বাদ পড়ায় রীতিমতো বিস্ফোরণ ঘটে দেশের ক্রিকেট অঙ্গনে। মানতে পারছিলেন না কেউ। আর এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদেরসহ কোচ-নির্বাচকদের সঙ্গে আলোচনা করেন পাপন। প্রায় সাড়ে চার ঘণ্টা আলোচনার পর তারা সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকছেন মুমিনুল। পাপনের ভাষায়, ‘মুমিনুল আসছে, সৈকত (মোসাদ্দেক) খেলছে না- দুইটাই সত্যি। সৈকতের চোখের সমস্যা আছে। এখন পর্যন্ত সমাধান হয়নি। এমন একটা সিরিজে এমন ঝুঁকি নিয়ে একজন খেলোয়াড়কে রাখবো কেন? ওর জায়গায় আমরা মুমিনুলকে যোগ করে দিচ্ছি।’
আগের দিন প্রধান নির্বাচক দল ঘোষণার পর সাংবাদিকদের তোপের মুখে পড়েসন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও প্রধান কোচ হাথুরুসিংহে। এ নিয়ে রীতিমত যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করেছিল মিরপুরের সংবাদ সম্মেলন কক্ষে। তারপর ব্যাপক সমালোচনাও হয় গণমাধ্যমে। অসংখ্য মানুষকে ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা টেস্ট খেলোয়াড় মুমিনুল হক। এখন পর্যন্ত ৮৬ জন টেস্ট ক্যাপ পাওয়া খেলোয়াড়ের মধ্যে মুমিনুলের গড়ই সর্বোচ্চ। ক্যারিয়ারে ২২টি টেস্ট খেলেছেন। ৪৬.৮৮ গড়ে করেছেন ১৬৮৮ রান। ঘরের মাঠে গড় আরও উন্নত। ১৪ টেস্টে ৫৮.০৯ গড়ে করেছেন ১২২০ রান। তবে শেষ দুটি টেস্টে ভালো করতে পারেননি তিনি। সাকুল্যে করেছেন ৫১ রান। আর এটাই কাল হয় মুমিনুলের। এটাকেই কাজে লাগিয়েছিলেন কোচ-নির্বাচকরা।
মুমিনুলের প্রতিভা ও সামর্থ্যের কথা অস্বীকার করেননি খোদ বিসিবি প্রেসিডেন্টও, ‘মুমিনুলের না থাকাটা দুঃখজনক। মুমিনুল আমাদের অন্যতম সেরা ব্যাটসমস্যান, এনিয়ে কারোরই কোনো সন্দেহ নেই। ওকে যখন ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয়েছিল তখন আমরা চেয়েছিলাম, ও টেস্টে আরও বেশি মনোযোগ দিক। ওকে আমরা কিন্তু টেস্ট বিশেষজ্ঞ হিসেবে দেখছি। ও যদি টেস্ট দলে না থাকে তাহলে তো খারাপ লাগবেই।’
অস্ট্রেলিয়াকে আটকাতে বিশেষ পরিকল্পনা করেছেন কোচ হাথুরুসিংহে। আর এ পরিকল্পনায় নেই মুমিনুল হক। এ কারণেই তাকে বাদ দেওয়া হয়েছিল বলে জানান পাপন। তবে ব্যাপারটিকে দুঃখজনক বলে তিনি, ‘আমাদের কোচ সবসময় জিততে চায়। ড্র বলে কোনো কথা নেই ওর কাছে। তাই জেতার জন্য ও একটা পরিকল্পনা করেছে। সে কারণেই মুমিনুল বাদ পড়েছে। আসলে মুমিনুল পরিস্থিতির শিকার। তা না হলে মুমিনুল বাদ পড়ার মতো কোনো খেলোয়াড় হতেই পারে না। এখনও আমি মনে করি, টেস্টে ওর সামনে বিশাল ক্যারিয়ার রয়েছে। আর সামনেও ও খুব ভালো খেলবে।’
তবে শুধু এবারই নয়, আগামীতেও মুমিনুলকে যেন অবহেলার শিকার হতে না হয় তাও নিশ্চিত করবেন বলে জানান পাপন, ‘ও (মুমিনুল) দেশের সম্পদ। ওকে যথাযথ মূল্যায়ন যেন করা হয়, যথাযথ সুযোগ যেন দেওয়া হয় তা আমরা নিশ্চিত করবো।’
প্রথম টেস্টে ১৪ সদস্যের বাংলাদেশ দল:
মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, মুমিনুল হক, শফিউল ইসলাম, নাসির হোসেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x3jx8i
August 20, 2017 at 09:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন