নীলাদ্রী লেকের পানিতে ডুঁবে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের নীলাদ্রী লেকে ওয়াহিদ পলিন (২৮) নামে এক জন পর্যটক নিখোঁজ রয়েছে।

নিখোজঁ ব্যাক্তি কুমিল্লা জেলার মোরাদনগড় উপজেলার সাংলাজুর গ্রামের মোস্তোফা কামালের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,গত শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলার উদ্যোশে রওনা হয়ে ট্যাকের নীলাদ্রী,বারেকটিলা টাংগুয়ার হাওর সহ বিভিন্ন পর্যটন ষ্পট ঘুরে রাতে ট্যাকেরঘাটে অবস্থান করে পলিন সহ তার ৫জন বন্ধু।

আজ শনিবার দুপুর ২টার সময় সবাই মিলে নীলাদ্রী লেকে গোসল করতে নামে। সাতার না জানায় পলিন লেকের কাছেই গোসল করে। এক প্রর্যায়ে অসাবধানতা বসত গভীর জলে তলিয়ে যায়। অনেকে খুজাঁ খুজিঁর পর লাশ উদ্ধার করা যায় নি।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্দি ধর জানান,নিখোজঁ পর্যটকের লাশ বিকাল ৬টা পর্যন্ত স্থানীয় লোকজন দিয়ে উদ্ধারের চেষ্টা করেও পাওয়া যায় নি। এখন ডুবরী নিয়ে যাচ্ছি আশা করি নিখোজঁ পর্যটকের লাশ উদ্ধার করতে পারব।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wuTWEa

August 05, 2017 at 08:04PM
05 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top