‘ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতির অপ্রাসঙ্গিত বক্তব্য প্রত্যাহারের’ দাবিতে নগরীতে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

সুরমা টাইমস ডেস্ক; সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি এসকে সিনহার কিছু বক্তব্য অপ্রাসঙ্গিক দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ। রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়।

‘ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি এসকে সিনহার অপ্রাসঙ্গিত বক্তব্য প্রত্যাহারের’ দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালমা সুলতানা, মহানগর কমিটির সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলার সাংগঠনিক সম্পাদক রওশন জেবিন রুবা, মহানগরের সাংগঠনিক সম্পাদক নাসিমা সুলতানা, জেলার মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন হোসেন, সহ-সম্পাদক সালমা বাছিত, সামসুন্নাহার লিলি, আসিয়া শিকদার, হেলেন আহমদ প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vtAx6P

August 27, 2017 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top