বিশ্বনাথে ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ে ১৩শ’ তাল গাছের চারা রোপন

14445মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ১৩শ’ তাল গাছের চারা রোপন করা হয়েছে। উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি করে তাল গাছের চারা রোপন করা হয়। শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলার জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা রোপন করে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।

উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পঞ্চনন কুমার সানা, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিশি কান্ত পাল, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিপেন্ডর মালাকার, জিয়াউর রহমান, মুক্তার আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বাবুল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী রানী পাল, সহকারি শিক্ষক অমর চন্দ্র দাশ, বিথি রানী দে, পিয়ারা খানম, নাসরিন সুলতানা, জোসনা রানী দাশ প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2xlsytP

August 26, 2017 at 08:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top