বিদেশের মাটিতে প্রথমবার হোয়াইটওয়াশ ভারতের

পাল্লেকেলে, ১৪ আগস্টঃ বিদেশের মাটিতে এই প্রথমবার হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করল কোহলির ভারত। আজ তৃতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১৭১ রানে হারিয়ে ম্যাচ এবং গোটা সিরিজ জিতে নিল ভারত। মাত্র আড়াই দিনেই শেষ হল তৃতীয় টেস্ট। ভারতীয় বোলারদের কাছে নতশিকার করল লংকা বাহিনী।

রবিচন্দ্রন অশ্বিন নেন ৪টি, মহম্মদ শামি ৩টি, উমেশ যাদব ১২টি, কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন। এই সিরিজের দ্বিতীয় টেস্টেও ইনিংসে জয় পেয়েছিল ভারত। আজ আবারও ইনিংসে জিতল ভারত। কোচ হিসেবে প্রথমবারেই সাফল্য পেলেন রবি শাস্ত্রী।

আজ সকালে দিমুথ করুণারত্নে(১৬), মালিন্দা পুষ্পকুমারকে(১), কুশল মেন্ডিস (১২) তেমন ভালো রান করতে না পারলেও অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৩৫) ও দীনেশ চান্ডিমাল(৩৬) কিছুটা লড়াই চালিয়ে যান।

৯৬ বলে ১০৮ রানের দূর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন হার্দিক পান্ডিয়া।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uG4z6Z

August 14, 2017 at 06:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top