ঢাকা, ২৯ আগষ্ট- অজিদের ২১৭ রানে আটকে রেখেছে বাংলাদেশ। পেয়েছে ৪৩ রানের লিড। ফিল্ডাররা ব্যর্থ না হলে লিড হতে পরতো আরও অনেক বড়ই। এখন টাইগাররা তাকিয়ে আছে নিজেদের দ্বিতীয় ইনিংসের দিকেই। কারণ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রেকর্ড ততটা সমৃদ্ধ নয়। তবে সর্বসাকুল্যে ৩০০ রানের মতো লিড নিতে পারলেই জয় পাবে বাংলাদেশ। এমনটাই বিশ্বাস করছেন বাংলাদেশ দলের অন্যতম ভরসা অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ৩০০ রান হলে কিছুটা নিশ্চিন্ত থাকবেন বলে মনে করেন মিরাজ। তবে সোমবার দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বললেন লক্ষ্য আরও বড় কিছুই, আসলে সুনির্দিষ্ট কিছু নেই। আমাদের লক্ষ্য অনেক বড় স্কোর গড়া। সুযোগ থাকলে যত বেশি সম্ভব আমরা করব। তবে এই উইকেটে আমরা যদি ৩০০ প্লাস রান করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে খেলবেন না বলে জানান মিরাজ। আশা করছেন লড়াই করার পুঁজি এনে দিবেন দলের ব্যাটসম্যানরা। আর তা দিয়েই লড়াই চালিয়ে যাবেন। প্রথম ইনিংসে ২৬০ রান করার পরও প্রতিপক্ষের থেকে লিড নিতে পাড়ার কথা উল্লেখ করেন তিনি, এই উইকেটে আমরা যত রানই করি, আমাদের জন্য লড়িয়ে মনে হবে। প্রথম ইনিংসে দেখেছেন যে ২৬০ রান করেছি, অথচ ওই রানের মধ্যে আটকে দিয়েছি ওদের। আমাদের অনেক ব্যাটসম্যান এখনও আছে। কালকে ব্যাটিং করতে পারবে। যে রানই হোক, ওইটা নিয়ে আমরা লড়ব। বাংলাদেশের টার্নিং উইকেট কতটা কঠিন তা এর মধ্যেই ভালো করেই টের পেয়েছে অস্ট্রেলিয়ানরা। স্মিথ-ওয়ার্নারের মতো ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছেন সাকিব-মিরাজরা। আর দ্বিতীয় ইনিংসে উইকেট আরও কঠিন হবে বলেই মনে করছেন মিরাজ। তাই যে লক্ষ্যই হোক তাই নিয়ে লড়াই করার প্রত্যয় প্রকাশ করেন ইংল্যান্ডকে হারানোর নায়ক। আর/১২:১৪/২৯ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wDNGhi
August 29, 2017 at 06:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top