জলপাইগুড়ি, ৩০ আগস্টঃ ধর্মস্থান থেকে বেআইনি কাঠ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। আজ সকালে মালবাজার মহকুমার ডামডিমের একটি ধর্মস্থানে অভিযান চালায় বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযোগ, ওই ধর্মস্থানের নির্মাণ কাজে ফরেস্টের অনেক কাঠ ব্যবহার করা হচ্ছিল। যার কোনও কাজগপত্র বনবিভাগকে দেখাতে পারেননি ওই ধর্মস্থানের কর্তৃপক্ষ। সেখান থেকে প্রচুর শাল কাঠ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বৈধ কাগজ দেখানোর জন্য কর্তৃপক্ষকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।
অন্যদিকে, ওই ধর্মস্থানের পরিচালন কমিটির এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে বেআইনি কাঠ উদ্ধার করা হয়েছে। তাঁকেও বৈধ কাগজপত্র দেখানোর জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে জানান বনদপ্তরের বেলকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2x4hiUO
August 30, 2017 at 03:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন