দেশে কোন মানুষ না খেয়ে মরবে না-আশফাক আহমদ

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন- পরিবেশ পরিস্থিতিতে মানুষ দারিদ্রতার শিকার হয়, দারিদ্রতা কেউ ডেকে আনে না। দেশে কিছুদিনের ব্যবধানে পর পর দুইবার বড় ধরনের বন্যা হওয়ার পর ও আল্লাহর রহমতে সেটা কাটিয়ে উঠতে পেরেছি। সেটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছিল বলে। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন কোন মানুষ না-খেয়ে মরবে না, তাদের জন্য যা কিছু করা দরকার সেটা করব। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।

তিনি শনিবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনয়নের ৭নং ওয়ার্ডের আলীনগর গ্রামে সদর উপজেলা পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিজ, সদর উপজেলা যুবলীগ নেতা মো. ইকলাল আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের মেম্বার মো. বশির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনছার আলী, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. নেছারুন নেছা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম তারা মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী, সেক্রেটারি মাসুক মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফখরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ নেতা মোবারক হোসেন, মিজানুর রহমান, দিলোয়ার হোসেন, মোক্তার হোসেন, এমরান আলী তালুকদার, জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কফিল মিয়া, মো. আব্দুল বাছিত, মিন্টু বিশ্বাস, মারুফ আহমেদ, নিজাম, সাইদুর রহমান, হারুন, সাজিম, সাইরুল, ইয়াছিন, সামন, আলিনুর আহাদ, আওয়ামী লীগ নেতা আবিদ মিয়া, কবির আহমদ। -বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wdAGw3

August 26, 2017 at 09:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top