উৎপল দত্তের কত গুণ, কী বিচিত্র তাঁর সেলুলয়েড জীবন! বাংলা ও হিন্দি চলচ্চিত্রে যেমন ছিলেন অপরিহার্য, তেমনি তিনি ছিলেন মঞ্চের শক্তিমান অভিনেতা, নির্দেশক ও নাট্যকার। একটা সময় গেছে, যখন শক্তিশালী এ অভিনেতা শাসন করতেন ওপার বাংলা চলচ্চিত্রকে। যে মানুষটি হয়েছিলেন হীরক রাজার দেশের রাজা, তিনিই আবার হলেন পদ্মা নদীর মাঝির হোসেন মিয়া। এমন কত বিখ্যাত চরিত্র তাঁর জীবনেজয়বাবা ফেলুনাথ-এর মেঘরাজ, আগন্তুক-এর মনোমোহন মিত্র, অমানুষ-এর মহিম ঘোষাল, জন অরণ্যএর বিশুদাএমন কত চরিত্রেই না অবিস্মরণীয় হয়ে আছেন তিনি। হীরক রাজার দেশের তাঁর সংলাপগুলো রীতিমতো চর্চার বিষয় হয়ে গেছে। অথচ এ মানুষটি নিজের সম্পর্কে বলেছিলেন, আমি শিল্পী নই। নাট্যকার বা অন্য যেকোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে। তবে আমি মনে করি আমি প্রোপাগান্ডিস্ট। এটাই আমার মূল পরিচয়। শুধু কি তা-ই, পদ্মভূষণ উপাধি ও সাহিত্য আকাদেমি পুরস্কার প্রত্যাখ্যান করার মতো ঘটনা তাঁর জীবনে আছে। তাঁর বেশভূষাই অন্য রকম ছিল। পর্দায় বেশির ভাগ সময়ে চোখ বড় বড় করে কথা বলতেন। ১৯২৯ সালের ২৯ মার্চ বাংলাদেশের বরিশালে তাঁর জন্ম। বাবা গিরিজা রঞ্জন দত্ত ও মা শৈল বালা দত্ত। বিচিত্র প্রতিভার মানুষটির আজ চলে যাওয়ার দিন। ১৯৯৩ সালের ১৯ আগস্ট কলকাতায় উৎপল দত্ত মারা যান। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করি তাঁর বর্ণাঢ্য জীবনে কিছুটা। ছিলেন মেধাবী ছাত্র। শিলংয়ে এডমন্ডস স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু। সেখান থেকে কলকাতার সেন্ট লরেন্স স্কুল হয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ১৯৪৮ সালে ইংরেজি বিষয়ে কলেজের ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিএ পাস করেন উৎপল এবং ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয় স্তরে ইংরেজি অনার্সে তাঁর স্থান ছিল পঞ্চম। ছিলেন মেধাবী ছাত্র শিলংয়ে এডমন্ডস স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু। সেখান থেকে কলকাতার সেন্ট লরেন্স স্কুল হয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ১৯৪৮ সালে ইংরেজি বিষয়ে কলেজের ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিএ পাস করেন উৎপল এবং ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয় স্তরে ইংরেজি অনার্সে তাঁর স্থান ছিল পঞ্চম। মঞ্চ দিয়ে শুরু ছাত্র অবস্থাতেই মঞ্চ নাটকের জগতে তাঁর যাত্রা শুরু। প্রথম আশ্রয় শেক্সপিয়ারে। প্রথম অভিনয় করেন উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে। তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সঙ্গে ভ্রমণ করেছেন বেশ কয়েকবার। ১৯৪৭ সালে লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন। তবে শুরুতে খানিকটা হোঁচট খান। শেক্সপিয়ার, বার্নাড শ, ক্লিফর্ড ওডেটস প্রমুখের নাটক ইংরেজিতে প্রযোজনা করে দর্শক আকৃষ্ট করতে ব্যর্থ হন। তাই লিটল থিয়েটার গ্রুপকে (এলটিজি) বাংলা প্রযোজনার দিকে পরিচালিত করেন। তাঁর পরিচালিত এ গ্রুপের উল্লেখযোগ্য নাটক হলো ওথেলো, নিচের মহল, ম্যাকবেথ, গিরিশ ঘোষের সিরাজউদ্দৌলা, রবীন্দ্রনাথ ঠাকুরের তপতী, অচলায়তন এবং মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বুড় সালিকের ঘাড়ে রোঁ ইত্যাদি। ১৯৭১ পিএলটি অর্থাৎ পিপলস লিটল থিয়েটার নামে আরেকটি নাট্যদল গঠন করেন। নিজের নির্দেশিত ও লেখা প্রায় প্রতিটি নাটকে তিনি অভিনয় করেছেন। নাট্যবিষয়ক বহু প্রবন্ধ ও একাধিক গ্রন্থের রচয়িতা তিনি। বাংলায় অনুবাদ করেছেন বেশ কিছু বিদেশি ভাষার নাটক। শেক্সপিয়ারের সমাজচেতনা তাঁর লেখা গুরুত্বপূর্ণ এক গ্রন্থ। তিনি দীর্ঘকাল ধরে এপিক থিয়েটার নামক একটি সাময়িকী সম্পাদনা করেছেন এবং দেশ-বিদেশের নাট্যবিষয়ক বহু সভা-সেমিনারেও অংশগ্রহণ করেছেন। বড় পর্দার বড় অভিনেতা উৎপল দত্ত একসময় বড় পর্দায় নিয়মিত এবং অপরিহার্য হয়ে ওঠেন উৎপল দত্ত। চেহারা, বেশভূষার কারণে বাণিজ্যিক ছবিতে মূলত নেতিবাচক চরিত্রেই দর্শক গ্রহণ করে তাঁকে। বড় পর্দার বড় অভিনেতা হতে বেশি দিন লাগেনি। হিন্দি ও বাংলা বাণিজ্যিক ছবিতেও তিনি ছিলেন দারুণ জনপ্রিয়। ভালোবাসা ভালোবাসা, আগমন, আনন্দ আশ্রম, অমানুষ, গুড্ডি, শৌখিন, বারসাত কি এক রাত, চৌরঙ্গি, শেষ অঙ্ক, ইনকিলাব, কিসিসে না কেহনা, হামারি বহু অলকা, প্রিয়তমা, আপনে পারায়ে, জুলি, দ্য গ্রেট গ্যাম্বলার, ইত্যাদি অসংখ্য হিন্দি ও বাংলা ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন এই অভিনেতা। নিজের নামের সঙ্গে সুবিচার করেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি অবিচার-এ খলচরিত্রে। দেখলে কেমন তুমি খেল গানের সঙ্গে দুর্দান্ত অভিনয় দর্শক মনে রাখবে আরও অনেক অনেক বছর। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ছবিতে হোসেন মিয়ার চরিত্রটিতে কি সাবলীল ছিলেন তিনি! দারুণ অভিনয় করেছেন ঋত্বিক ঘটকের যুক্তি তক্ক আর গপ্প, সত্যজিৎ রায়ের জন অরণ্য, জয় বাবা ফেলুনাথ-এ। হীরক রাজার দেশে তাঁর চরিত্র ও সংলাপগুলো এখনো দর্শকেরা চর্চা করেন। কৌতুক অভিনেতা হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। হিন্দি ছবি গোলমাল তাঁর ভবানী শংকর চরিত্রে অভিনয় দর্শকদের আনন্দ দিয়েছে। রাজনীতি-সচেতন উৎপল দত্ত রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী ও মার্ক্সবাদীয়। তাঁর মানুষ-সংক্রান্ত চেতনা শ্রেণিসমাজের বাস্তব চেতনাকেই ধারণ করে। সমাজতন্ত্র ও পুঁজিবাদী মানুষ সম্পর্কে তাঁর গভীরতম ধারণা তাঁর নাটকগুলোকে সফল করেছে। উৎপল দত্ত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির সক্রিয় সমর্থক। তিনি উন্মুক্ত মঞ্চ ও পথনাটক আন্দোলনের সক্রিয় উদ্যোক্তা ছিলেন। ব্রিটিশ আমলে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে তিনি কল্লোল নামে নাটক লেখেন। নাটকটির মাধ্যমে গণবিদ্রোহকে উৎসাহিত করা হচ্ছে, এই অভিযোগে কংগ্রেস সরকারের কোপানলে পড়ে তাঁকে জেলে যেতে হয় ১৯৬৫ সালে। বেশ কয়েক মাসের কারাবাস হয় তাঁর। কারাবন্দী অবস্থাতেও নাটক লেখা চালিয়ে যান তিনি। উৎপল দত্ত ১৯৬০ সালে প্রখ্যাত অভিনেত্রী ফরিদপুরের মেয়ে শোভা সেনকে বিয়ে করেন। শোভা সেন (৯৫) গত রোববার কলকাতার নিজ বাসভবনে মারা গেছেন। এমএ/ ০৯:৪০/ ১৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uSef2n
August 20, 2017 at 03:41AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.