ওদলাবাড়ি, ১ আগস্টঃ সোমবার রাতে বাগ্রাকোট সংলগ্ন কালিম্পং জেলার চুনাভাটিতে এক তৃণমূল সমর্থক বলে দাবি করা এক ব্যাক্তির বাড়িতে হামলা চালিয়ে দুটি ট্রাক, একটি বাইক ও একটি ছোট গাড়িতে পুড়িয়ে দেয় মোর্চা সমর্থকরা। মোর্চার ডাকা বন্ধ উপেক্ষা করে রাজেশ পেরিয়াল নামে ওই ঠিকাদার নদী থেকে ট্রাকে বালি-পাথর তোলায় গত কয়েকদিন ধরেই তাঁর সঙ্গে স্থানীয় মোর্চা নেতাদের গোলমাল চলছিল। সোমবার সকালে লিস নদী থেকে বালি-পাথর তোলার সময় মোর্চা সমর্থকদের সঙ্গে তাঁর বচসা হয়। বন্ধের মধ্যে কেন কাজ করছেন তিনি, এই প্রশ্ন তুলে মোর্চা সমর্থকরা তাঁকে হুমকিও দেয়। মোর্চার অভিযোগ, এরপর পেরিয়াল লোকজন নিয়ে স্থানীয় এক শ্রমিকেরা বাড়িতে হামলা চালায়। বাবু রায় নামে ওই শ্রমিকের দু-বছরের ছেলে অল্পের জন্য বেঁচে যায়।
সোমবার রাতে একদল জনতা হামলা চালায় রাজেশের বাড়িতে। তাঁর দুটি ট্রাক, একটি ছোট গাড়ি ও বাইক জ্বালিয়ে দেয়। তাঁর বাড়িতেও আগুন লাগানোর চেষ্টা হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ গিয়ে রাজেশের পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে, এলাকা থমথমে। পুলিশ টহল দিচ্ছে।
ছবিঃ রাজেশ পেরিয়ালের পুড়ে যাওয়া ট্রাক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vhKdUA
August 01, 2017 at 11:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন