সুরমা টাইমস ডেস্ক: হজ যাত্রীদের ভিসাসংক্রান্ত জটিলতার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
এ কারণে সৃষ্ট জটিলতায় এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে হজযাত্রা নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে ধর্মমন্ত্রী বলেন, দায়ী হজ এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল, জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এসময় সংকট সমাধান করে সবাইকে হজ করাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।
ই-ভিসা সংক্রান্ত জটিলতায় এবছর হজ যাত্রী বহনকারী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। এ অবস্থা চলতে থাকলে হজ যাত্রী পরিবহনে সমস্যা দেখা দেবে বলে বুধবার জানিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এবছর সৌদি আরবের কোনোরকম পূর্বঘোষণা ছাড়াই মোয়াল্লেম ও ভিসা প্রিণ্ট ফি বাড়ানোর কারণে প্রায় ৪০ হাজার হজযাত্রী অনিশ্চয়তায় পড়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দাবি হজযাত্রীর অভাবে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। তবে অভিযোগ নাকচ করে ধর্ম মন্ত্রণালয় বলছে, ইতিমধ্যে ৫৬ হাজার হজযাত্রীর ভিসা প্রিন্ট হয়েছে। এ নিয়ে জটিলতা থাকার কথা নয়।
এসব সমস্যায় বুধবার দুপুর পর্যন্ত ১৫টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2v2I9xt
August 03, 2017 at 08:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন