শেষ নিস্বাঃস ত্যাগ করলেন কমরেড বাদল কর

সুরমা টাইমস ডেস্ক : উদীচী সিলেট জেলা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড বাদল কর আজ ৬ আগস্ট সকালে সিলেট হার্ট ফাউন্ডেশনে মৃতুবরণ করেছেন।

বাদল করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে সংস্কৃতিকর্মী হিতাংশু ভূষণ কর।

আজ রোববার বিকাল ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বাদল করের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে।

বাদল করের পুরো নাম হিমাংশু ভূষণ কর। তিনি সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাকালিন সভাপতি ও উদীচী শিল্পগোষ্ঠী সিলেটের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক ছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vEniUD

August 06, 2017 at 08:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top