রায় নিয়ে কেউ রাজনীতি করবেন না-প্রধান বিচারপতি

সুুরমা টাাইমস ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কেউ রাজনীতি করবেন না। আপিল বিভাগের সাতজন বিচারকের ঐক্যমতের ভিত্তিতে এ রায় দিয়েছি। এ রায় নিয়ে যেকোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাবো।

তিনি বলেন, আপনারা সংযত আচরণ করুন। কোনো পক্ষ বিচার বিভাগে রাজনীতি টেনে আনবেন না।

রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্য আদালত অবমাননাকর। এমন দাবি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি আবেদন জানালে প্রধান বিচারপতি আজ বৃহস্পতিবার এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতি বেঞ্চ বসেন। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন কয়েকটি জাতীয় দৈনিকের প্রকাশিত আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের বক্তব্য আদালতে উপস্থাপন করেন।

তিনি বলেন, রায় ও বিচারকদের নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা গুরুতর আদালত অবমাননাকর।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আমরা সব সময় যেকোনো গঠনমূলক সমালোচনাকে পছন্দ করি। আমি শুধু আপনাদের বলব- আপনারা বিচার বিভাগকে রক্ষা করুন।

এ সময় সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনসহ বারের অন্যান্য নেতারা ও উপস্থিত ছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vSKMUW

August 10, 2017 at 09:08PM
10 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top