বুড়িচং প্রতিনিধি ● বুড়িচং উপজেলা সদরের উত্তর পাড়া গ্রামের নার্গিস আক্তারের মালিকানাধীন ১টি ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-৩৩৫৭) বিগত আড়াই বছর পূর্বে চুরি হয়ে যাওয়ার পর গত বুধবার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে চালক সহ ট্রাকটি পুলিশ আটক করে।
অভিযোগের বিবরনে এবং ট্রাক মালিক নার্গিস আক্তার জনান জেলার বুড়িচং উপজেলা সদরের উত্তর পাড়া গ্রামের মোঃ মফিজুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তার (৪০) ২০১১ সনে নিটল মটরস হতে ব্যাংকের কিস্তির মাধ্যমে (চট্ট-মেট্রো-ট-১১-৩৩৫৭) ট্রাকটি ক্রয় করেন। গত ২০১৪ ইং সনের কোরবানি ঈদের ৬ দিন আগে নার্গিস আক্তারের ট্রাকটি চুরি হয়ে যায়। ট্রাকটির চেসিস নং- গঅঞ৩৯৫০১৫ই২জ০৬৭৩৩, ইঞ্জিন নং- ৬৩১০৭৮৫৩। ট্রাকটি চুরি হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেন। গত বুধবার দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাকটি দেখে সন্দেহ হলে পুলিশ ট্রাক চালক মোঃ সোহেল (৩০) কে সহ আটক করে থানায় নিয়ে যায়। সোহেলে বাড়ি চট্টগ্রাম জেলার ভুজপুর উপজেলার পশ্চিম চাঁনপুর গ্রামের মতিউল উসলামের ছেলে তিনি।
এ ব্যাপারে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে বলেন আমরা চুরাই ট্রাকের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে চালক সহ ট্রাকটি আটক করি। ট্রাকটির ব্যাংক ও নিটল মটরসের কাগজপত্র স্বপক্ষে দাখিল করতে সমর্থ হয়েছেন ট্রাকের মালিক নার্গিস আক্তার।
The post বুড়িচংয়ে আড়াই বছর আগে চুরি হওয়া ট্রাক উদ্ধার appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2wUpHXC
August 13, 2017 at 07:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন