ডেঙ্গুর থাবা শহরে!

শিলিগুড়ি, ২১ আগস্টঃ শহরে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু শিলিগুড়ি শহরই নয়, মাটিগাড়া, নকশালবাড়ি সহ বিভিন্ন এলাকায় থাবা বসিয়েছে জেঙ্গু। সরকারি সূত্রে খবর, বিভিন্ন নার্সিংহোমে ভরতি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৩৫-৪০ জন। তারা বেশিরভাগই শিলিগুড়ি পুর এলাকার বলেও দাবি স্বাস্থ্য দপ্তরের। তবে আজ স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন নার্সিংহোম ঘুরে দেখা হয়। সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীরা বেশিরভাগই শহর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এসেছেন বলে জানা যায়।

দার্জিলিংয়ের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) ডা: তুলশি প্রামাণিক এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vhJNtG

August 21, 2017 at 07:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top