দিসপুর, ১৩ আগস্ট- অসমের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। শনিবার আরও ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সবমিলিয়ে রাজ্যের ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১১ লক্ষ মানুষ। এখনও ভারী বর্ষণ থামার কোনও লক্ষণ নেই। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর (ASDMA) সূত্রে জানানো হয়েছে, ধেমাজিতে ২ জন এবং লক্ষ্মীপুর, কোকড়াঝাড় ও মরিগাঁও জেলায় একজন করে মারা গিয়েছেন। সবমিলিয়ে রাজ্যে এ বছর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯। এর মধ্যে শুধু গুয়াহাটিতেই মারা গিয়েছেন ৮ জন। ASDMA-এর রিপোর্ট অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ১১ লক্ষ। বিপন্ন ১৯ জেলার মধ্যে রয়েছে ধেমাজি, লক্ষ্মীপুর, বিশ্বনাথ, সোনিতপুর, বারপেটা, বাকসা, চিরং, কোকড়াঝাড়, ধুবড়ি, দক্ষিণ সালমারা, গোলাঘাট, জোড়হাট, মাজুলি ও মরিগাঁও। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ধুবড়ির। শুধু এই জেলাতেই ক্ষতিগ্রস্ত ১.৯২ লক্ষ। তার পরেই রয়েছে ধেমাজি, ক্ষতিগ্রস্ত ১.৫১ লক্ষ। এখনও ১,৭৫২ গ্রাম জলের নীচে রয়েছে। প্রায় এক লক্ষ হেক্টর জমির ফসল বন্যার জলে ভেসে গিয়েছে। ১৪টি জেলার ২৬৮টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৬৩ হাজার ৭৯৭ জন। #The death toll in flood-related incidents across Assam this year has risen to 89. #The ASDMA report said Dhubri is the worst hit with 1.92 lakh people affected. #Currently 1,752 villages are under water and over one lakh hectare crop area has been damaged, ASDMA said.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wFLyD0
August 13, 2017 at 08:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন