কলকাতা, ১৬ আগস্ট- একজন ফুটবল-ঈশ্বর। অন্যজন বিশ্ব ক্রিকেটের নন্দিত অধিনায়ক। ১৯৮৬ সালে প্রায় একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। অন্যদিকে ভারতীয় ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যান সৌরভ গাঙ্গুলি। আগামী অক্টোবরে কলকাতায় এক প্রদর্শনী ম্যাচে একই দলে খেলবেন ফুটবল ও ক্রিকেটের দুই জনপ্রিয় ব্যক্তিত্ব। উদ্যোগটা মহৎ। চ্যারিটি ম্যাচে খেলবেন ম্যারাডোনা ও গাঙ্গুলি। ম্যাচটির নাম দেয়া হয়েছে ম্যাচ ফর ইউনিটি। ম্যারাডোন-গাঙ্গুলি ছাড়াও প্রদর্শনী ম্যাচটিতে খেলা নিশ্চিত করেছেন ভারতের হকি দলের সাবেক অধিনায়ক ধনরাজ পিল্লাই, জনপ্রিয় বাঙালি অভিনেতা আবির চ্যাটার্জি, ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং দীপ দাশগুপ্ত। চ্যারিটি ম্যাচটি আগামী ২ অক্টোবর বারাসাতের আদিত্য স্কুল অব স্পোর্টস মাঠে অনুষ্ঠিত হবে। প্রদর্শনী ম্যাচ উপলক্ষ্যে আগামী ২ থেকে ৪ অক্টোবর কলকাতায় থাকবেন ম্যারাডোনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মোহন বাগানের ফরোয়ার্ড সনি নর্দে, ক্লাবটির কিংবদন্তি সাবেক তারকা চিমা ওকোরি, হোসে রামিরেজ এবং অদাফা অকোলিও ম্যাচটিতে অংশ নেবেন। এছাড়া চ্যারিটি ম্যাচটিতে খেলবেন ভারতের সাবেক ফুটবলার প্রসূন ব্যানার্জি, কার্লটন চাম্পান, দীপেন্দু বিশ্বাস ও ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। এমএ/ ০৭:৪৮/ ১৬ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wPTQIe
August 17, 2017 at 01:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন