কলকাতা, ০৬ আগস্ট- অনলাইনে ভর করেই ঠাকুর দেখার লাইনে দাড়ানোর ঝামেলা এড়ান৷ ভিআইপি হয়ে নির্ঝঞ্ঝাটে দেখুন কলকাতার নামকরা দুর্গাপুজোগুলি৷ গত দুবছর ধরে কলকাতার বাছাই করা কয়েকটি পুজোর ভিআইপি পাস বিক্রি শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে৷ গত বছরগুলিতে পরীক্ষামূলকভাবে কম সংখ্যক টিকিট বিক্রি করা হয়েছিল৷ তাতে ব্যাপক সাড়া মেলায় এবার ভিআইপি টিকিটের সংখ্যা কয়েকগুণ বাড়ানো হয়েছে৷ জানা গিয়েছে, এবছর অনলাইনের মাধ্যমেই ৩০ হাজার টিকিট বিক্রি করা হবে৷ জনপ্রিয় টিকিটিং পোর্টাল বুক মাই শো-এর মাধ্যমে বিক্রি হবে টিকিটগুলি৷ রাজ্য কিংবা দেশের যে প্রান্তেই থাকুন না কেন পুজোর শহরে আপনিও হয়ে উঠতে পারেন ভিআইপি৷ কলকাতার পুজো কমিটিগুলির সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব-এর সহ-সভাপতি কাজল সরকারের বক্তব্য, চাহিদা যাচাই করতে অন্য বছরগুলিতে খুব কম সংখ্যক ভিআইপি পাস অনলাইনে বিক্রি করা হয়েছে৷ তাতেই বোঝা গিয়েছে মানুষ ভিআইপি টিকিট কিনতে কতটা উৎসাহী৷ তাই এবছর আমরা অনেক আগে থেকেই টিকিট বিক্রি শুরু করছি৷ এবছর পাসের সংখ্যা বাড়িতে ৩০ হাজার করা হয়েছে৷ সূত্রের খবর, ১৫ অগস্টের পরে কিংবা পয়লা সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি করা শুরু হবে৷ মোবাইল অ্যাপে কিংবা কম্পিউটারে বসে টিকিট কাটার পরে আপনার বাড়িতেই পৌঁছে যাবে ভিআইপি পাস৷ পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, শহরের অধিকাংশ পুজো প্যান্ডেলেই আলাদা করে ভিআইপি পাসের লাইনের বন্দোবস্ত থাকে৷ সেজন্য এতদিন আলাদা কার্ড বিলিও করা হত৷ কিন্তু তাতে কমিটিগুলির কোনও লাভ হত না৷ তবে এখন ভিআইপি টিকিট বিক্রির পর থেকে এই খাতেও আয় হচ্ছে কমিটিগুলির৷ টিকিট বিক্রির মোট টাকা ফোরামের সদস্যদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে৷ এতে ছোট পুজো কমিটিগুলি লাভবান হচ্ছে৷ ভিআইপি টিকিটের দামও যথেষ্ট সাধ্যের মধ্যেই রাখা হয়েছে৷ একটি টিকিটে চারজন মণ্ডপে প্রবেশ করতে হলে দিতে হবে ৫০০ টাকা৷ দুজনের টিকিটের দাম ৩০০ টাকা এবং একজনের টিকিটের দাম ১০০ টাকা৷ পুজো উদ্যোক্তারা আশা করছেন, পাস বিক্রি শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে৷ তারপরেও চাহিদা থাকলেও এর বেশি টিকিট তাঁরা বিক্রি করবে না৷ একটি টিকিট কিনলেই ফোরাম ফর দুর্গোৎসবের সদস্য ৪১টি প্যান্ডেলে প্রবেশ করা যাবে৷ একদিনে সম্ভব না হলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে কোনওদিন ঠাকুর দেখা যাবে একটি পাসের বলে৷ শুধু সেটি যত্ন করে নিজেদের কাছে রাখতে হবে৷ পুজোর দিনগুলিতে কোন দিন কোন দিককার ঠাকুর দেখবেন তা বাড়ি বসেই ঠিক করে নিন৷ তারপর পাস নিয়ে বেরিয়ে পড়ুন৷ এমএ/ ১২:২৮/ ০৬ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vBG51W
August 06, 2017 at 06:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন