অনুমিতভাবেই উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও জিয়ানলুইজি বুফনকে হারিয়ে সেরার খেতাব পান রিয়াল মাদ্রিদ সুপারস্টার। বৃহস্পতিবার মোনাকোতে বসে উয়েফার বর্ষসেরার পুরস্কার অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নিতে রোনালদো ও মেসি দুজনই মোনাকোতে আসেন। বার্সেলোনা তারকাকে দর্শকসারিতে বসিয়েই অ্যাওয়ার্ড নিতে যান রোনালদো। এই নিয়ে তৃতীয়বারের মতো উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রোনালদো। মেসি জিতেছেন দুবার। একবার করে এই অ্যাওয়ার্ড জেতেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি। ব্যক্তিগত এবং দলীয় পারফরম্যান্সের সুবাদেই উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ ম্যাচে ১২ গোল করেন তিনি। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লা লিগার শিরোপা জেতার আগে গত বছরের ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপায় চুমু আঁকেন। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে ৯ ম্যাচে ১১ গোল করার পাশাপাশি ২টি গোলে অ্যাসিস্ট করেন মেসি। তবে বার্সেলোনা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে পিছিয়ে পড়েন কিং লিও। শীর্ষ তিনে জায়গা করে নেয়া বুফনের সময়টাও দুর্দান্ত কাটে। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে নজর কাড়েন জুভেন্টাসের এই বর্ষীয়ান তারকা। এরমধ্যে কোয়ার্টার ফাইনালের দুই লেগেই বার্সেলোনার বিপক্ষে ক্লিনশিট দলকে সেমিফাইনালে তোলেন। ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে পারলে পুরস্কারটা তার হাতেই উঠতো। আর/০৭:১৪/২৫ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vtHxje
August 25, 2017 at 02:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top