বন্যার জলে ডুবছে ১০ লক্ষ বিঘার ধান

রায়গঞ্জ, ২৩ আগস্টঃ উত্তর দিনাজপুরে বন্যার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ধান উত্পাদনে। ফলে খাদ্য দপ্তরের ধান সংগ্রহ কমতে পারে। ২০১৬-১৭ খারিফ মরশুমে রেকর্ড ধান সংগ্রহ হয়েছিল এই জেলায়। প্রকৃতি বিরূপ না হলে এবারে সেই ধারা বজায় থাকত। কিন্তু মরশুমের শেষলগ্নে অতিবৃষ্টি এবং বিহারের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের জলে ডুবে যা উত্তর দিনাজপুরের ধান।

গত সপ্তাহের ১৮ আগস্ট পর্যন্ত কৃষি দপ্তরের হিসাব বলছে, এই জেলায় ১ লক্ষ ৩৭ হাজার ২৭৪ হেক্টর জমির ধান বন্যার কবলে পড়েছে। এক হেক্টর অর্থাৎ সাড়ে ৭ বিঘা জমি। সেই হিসাবে ১০ লক্ষ বিঘার বেশি জমির ধান এবারে বন্যার কবলে পড়েছে এই উত্তর দিনাজপুরে।

জেলা মুখ্য কৃষি আধিকারিক মির ফারহাদ হোসেন বলেন, ‘এটা প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব করতে আরও সময় লাগবে। কারণ ইটাহার, রায়গঞ্জ ব্লকে বহু মৌজা এখনও জলের তলায়।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ipmbCm

August 23, 2017 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top