শিলিগুড়ি, ৯ আগস্টঃ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। এর জেরে আজ রানিডাঙা এসএসবি ক্যাম্পের ৪টি গেট আটকে দিল এসএসবি গেরিলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সদস্যরা। যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা রয়েছে এলাকায়। সংগঠনের মহাসচিব সমীর রঞ্জন শীলের বক্তব্য, অন্যায়ভাবে তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে।
সমীরবাবু আরও জানান, তারা সমস্ত ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। যাবতীয় নথিও নেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাদের নিয়োগ করা হচ্ছে না।
উল্লেখ্য, এই সংঠনের সদস্যরা আগে এসএসবি-র স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন। তবে তাদের পরবর্তিতে এসএসবি থেকে ছাঁটাই করা হয়। এরপর তাদের পুনরায় নিয়োগ না করা হলে আন্দোলনে নামেন তারা। এই দাবিতে চলতি বছরের ৭ জুন থেকে প্রতীকি অনশন করেন তারা। ২১ জুলাই থেকে আমরণ অনশনে বসেছিলেন ১০ জন সংগঠনের সদস্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wHbnl8
August 09, 2017 at 02:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন