ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত-চিনেরঃ বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৮ আগস্টঃ অবশেষে দীর্ঘ ২ মাস পর কাটতে চলেছে ডোকলাম জট। আজ এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, সিকিম সীমান্তের এই এলাকা থেকে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ভারত ও চিন দুপক্ষই সেনা প্রত্যাহার শুরু করেছে।

বিদেশ মন্ত্রকসূত্রের খবর, ডোকলাম অচলাবস্থা কাটাতে গত কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনা চালাচ্ছিল ভারত ও চিন। এই আলোচনায় ভারত তার স্বার্থ এবং আগ্রহের ব্যাপারে চিনকে বোঝাতে পেরেছে।

আগামী মাসের প্রাথম সপ্তাহেই ব্রিকস সম্মেলন। এই বৈঠকে যোগ দিতে চিনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে য়োগ দেওয়ার আগে পরিস্থিতি স্বাভাবিক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ।
উল্লেখ্য, ১৬ জুন থেকে শুরু হয় ডোকলাম নিয়ে টানাপোড়েন। ওই এলাকায় চিনের রাস্তা তৈরির উদ্যোগ রুখতে সেখানে সেনা মোতায়েন করে ভারত। তারপর থেকেই ওই এলাকায় মুখোমুখি অবস্থান করছিল দুদেশের সেনা। এরপর থেকে দু দেশের সেনা মুকোমুখি অবস্থান করছিল। তৈরি হয়েছিল যুদ্ধ বাধার আশঙ্কা।

 

  1. MEA Press Statement on Doklam Disengagement Understanding



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vkxNwh

August 28, 2017 at 03:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top