শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

ক্যান্ডি, ২৮ আগস্টঃ প্রথমে বুমরা, তারপর রোহিত- ধোনি। তিনজনের কাঁধে ভর করে শ্রীলংকার বিরুদ্ধে অনায়াসেই তৃতীয় ম্যাচ ও সিরিজ জিতল ভারত। রবিবারের ম্যাচে উল্লেখযোগ্য ঘটনা বলতে দর্শকদের মাঠে বোতল ছোড়ার জেরে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যাওয়া। বাকি সময় সেই একই চিত্রনাট্য। প্রথমে ভারতীয় বোলারদের দাপটে শ্রীলংকার গুটিয়ে যাওয়া, তারপর ভারতের রান তাড়া করে জয়। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। কিন্তু প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। লাহিরু থিরিমান্নে (৮০) চেষ্টা করলেও রানের গতি তেমন বাড়েনি। ৫০ ওভারে ২১৭-৯ রানেই আটকে যায় লংকার ইনিংস। জশপ্রীত বুমরা নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৬১ রানে ভারতের চার উইকেট পড়ে গেলেও রোহিত শর্মা (১২৪) ও মহেন্দ্র সিং ধোনি (৬৭) ভারতকে লক্ষে পৌঁছে দেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vjvLwl

August 28, 2017 at 12:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top