দু’দিনের সরকারি সফরে সিলেটে আসছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি দু’দিনের সরকারি সফরে সিলেটে আসছেন শুক্রবার (৪ আগস্ট)।

সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছোবেন। তিনি সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সিলেট সোয়াম্প ফরেস্ট ট্যুরিস্ট স্পট পরিদর্শন করবেন। পরিদর্শন শেষ সিলেট সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিলেট কোম্পানীগঞ্জ ইলেকট্রনিক সিটিতে উপস্থিত হয়ে হাই-টেক পার্কের প্রাথমিক অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের চলমান কাজে পরিদর্শন ও আইটি বিজনেস সেন্টার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ওই দিন বিকেল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি কার্নিভাল প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। প্রতিমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vwjGE5

August 03, 2017 at 10:10PM
03 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top