কলম্বো, ০৭ আগষ্ট- কলম্বো টেস্টের তৃতীয় দিনে ব্যাটসম্যানের দিকে বিপজ্জনকভাবে বল ছোঁড়ার কারণে সাময়িক নিষেধাজ্ঞায় পড়েন ভারতীয় অলরাউন্ডারন রবীন্দ্র জাদেজা। সাসপেন্ড রবীন্দ্র জাদেজা। তাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় টেস্টে নামতে পারবেন না তিনি। তার বিকল্প খোঁজা শুরু হয়ে গিয়েছে কোহলির সাজঘরে। ভারতের বাঁ হাতি অলরাউন্ডার জাদেজা দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। কিন্তু টেস্ট চলাকালীন এমন একটা কাজ করে ফেললেন তিনি যার ফলে এক বালতি দুধে চোনা পড়ে গেল। মাঠে উপস্থিত দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার ভারতের এই অলরাউন্ডারের বিরুদ্ধে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অভিযোগ জানান। তার প্রেক্ষিতেই আইসিসি-র আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে। ১২ অগস্ট থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট। আর সেই টেস্টে না থাকার জন্য মানসিক ভাবে ভেঙে পড়েছেন জাদেজা। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের ভাবও প্রকাশ করেছেন ভারতের বাঁ-হাতি অলরাউন্ডার। এখন প্রশ্ন অন্য জায়গায়। জাদেজার জায়গায় কাকে খেলাবেন বিরাট কোহলি? ক্রিকেটভক্তরা জানেন, জাদেজা স্পিন বোলিংটা বেশ ভালই করেন। ফলে কোহলি স্পিনারের বদলি হিসেবে আর এক স্পিনারকেই নামাবেন। তিনি কুলদীপ যাদব। কুলদীপ অতীতে সুযোগ পেয়েছিলেন। এবং নিজের জাত চিনিয়েছেন। ফলে তৃতীয় টেস্টেও কুলদীপ মাঠের নামার ব্যাপারে এগিয়ে। আর/১৭:১৪/০৭ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vHzsvA
August 07, 2017 at 11:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন