মুম্বাই, ০৪ আগস্ট- সর্বমোট ৪৮টি জায়গায় কাটছাঁটের পর মুক্তির ছাড়পত্র পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত বাবুমশাই বন্দুকবাজ। সেই ছাড়পত্রও সহজে মেলেনি সেন্সর বোর্ডের কাছে। ছবি বানানোর জন্য সেন্সর বোর্ডের সদস্যদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় ছবির প্রযোজক কিরণ শ্রফকে। একজন নারী হয়ে এ ধরনের ছবি বানালেন কীভাবে, বোর্ডের পক্ষ থেকে এই প্রশ্ন করা হয় তাঁকে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন কিরণ শ্রফ। গতকাল এ বিষয়ে মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় টিম বাবুমশাই বন্দুকবাজ। কী হয়েছিল সেন্সর বোর্ডে, কী কী বলা হয় তাঁদের এবিষয়ে বিস্তারিত জানান কিরণ। তাঁর কথায়, তাঁরা জানতে চান আপত্তিকর শব্দ ও দৃশ্য ছবিতে কেন রাখা হয়েছে। একজন নারী আমাকে প্রশ্ন করেন, নিজে একজন নারী হয়ে কীভাবে এ রকম একটা ছবি বানালেন আপনি? একজন ভদ্রলোক নারীদের প্যান্ট শার্ট পরা নিয়ে প্রশ্ন তোলেন। আমি তো অবাক। ছবিটিকে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেন্সর বোর্ড। কিন্তু, তারপরও কেন ৪৮টি দৃশ্যে কাঁচি চালানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিরণ শ্রফ। তাঁর বক্তব্য, একঘণ্টা তাঁদের বসিয়ে রাখা হয়। অ্যাডাল্ট সার্টিফিকেটের পরেও ৪৮টি দৃশ্যে কাঁচি চালানোর কথা জানানো হয়। কিন্তু, অ্যাডাল্ট সার্টিফিকেট দিলে কাটছাঁটের মানে কী? সেই প্রশ্ন করেন বোর্ডের সদস্যদের। তাঁরা যুক্তি দেন, বাচ্চারাও ছবি দেখে। সে কারণে এই সিদ্ধান্ত। বাবুমশাই বন্দুকবাজ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন নওয়াজ সিদ্দিকি। ছবিতে তাঁর নাম বাবু। বিদিতা বাগকে দেখা যাবে নওয়াজউদ্দিনের নায়িকা রূপে। বাবুর অন্ধকার জীবনের সঙ্গে সঙ্গে দেখানো হবে রোমান্সও। এমএ/ ০৬:৩১/ ০৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v3L7lv
August 04, 2017 at 12:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top