নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ২ নারীসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের সাথে থাকা ১১০ বোতল ভারতীয় ফেনসিডিলও জব্দ করা হয়।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে সীমান্ত ফাঁড়ির সুবেদার আব্দুল আজিজসহ একদল জোয়ান তাদেরকে আটক করেন।
আটকরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রাজু মিয়া (২৫), একই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আয়েশা বেগম (২৫) ও ভৈরব উপজেলার কমলপুর গ্রামের কদ্দুছ মিয়ার স্ত্রী হালিমা আক্তার (৭০)
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আটক তিনজন শরীরের বিভিন্ন স্থানে মোড়ানো অবস্থায় এ মাদক পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2w93459
August 18, 2017 at 10:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন