ঢাকা, ২৫ আগষ্ট- অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হচ্ছে টাইগাররা। এদিকে আসন্ন সিরিজকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। কিন্তু দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মন দিচ্ছেন কাটার মাস্টার মোস্তুফিজুর রহমান। আর সেটি হল লুকোচুরি খেলা। যার প্রমাণও তিনি হাজির করেছেন ফেসবুকে। লুকোচুরি খেলার সময়কার তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন এই কাটার মাস্টার। তবে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ পুরো ঘটনাটাই মজার জন্য করেছেন মোস্তাফিজ। লুকোচুরি নিয়ে নয় বরং ক্রিকেট নিয়েই ব্যস্ত আছেন মুস্তাফিজ। অনুশীলনের সময় তোলা একটি ছবি শেয়ার করেই মজার একটি শিরোনাম জুড়ে দিয়েছেন তাতে। আর সাথে আরও জুড়ে দিয়েছেন, যদিও আমি এটা পছন্দ করি না। র্যাংকিংয়ে নিজেদের চতুর্থ অবস্থান ধরে রাখতে অজিদের সিরিজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে, টাইগারদের সামনে অষ্টম স্থানে ওঠার হাতছানি! জয় ছাড়া অন্য কোনো ফলাফলে অস্ট্রেলিয়ার অবনমন নিশ্চিত। সিরিজ ড্র কিংবা বাংলাদেশ ১-০ তে জিতলে নেমে যেতে হবে পাঁচে। স্বাগতিকদের কাছে দুই ম্যাচই হেরে গেলে ষষ্ঠ স্থানের লজ্জা হজম করতে হবে স্মিথ-ওয়ার্নারদের। আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট ও চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এদিকে, চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজও র্যাংকিংয়ে প্রভাব ফেলবে। এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার মানে ক্যারিবীয়রা। পরের ম্যাচ (২৫ আগস্ট শুরু) হারলেই আটে উঠে যাবে বাংলাদেশ। দুদলের রেটিং পয়েন্টের পার্থক্য এখন মাত্র ৬। যথাক্রমে ৭৫, ৬৯।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wMuT3c
August 26, 2017 at 12:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন