বার্সেলোনার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি পুলিশের

সুরমা টাইমস ডেস্ক::স্প্যানিশ শহর বার্সেলোনায় জনতার ভিড়ের মধ্যে ভ্যানগাড়ি তুলে দেয়ার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করছে পুলিশ।

শহরের এক আঞ্চলিক কর্মকর্তা জানান, বৃহস্পতিবারের হামলায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তারা শহরের মধ্যখান থেকে আক্রমণের সাথে জড়িত একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে, কিন্তু এ হামলায় তার ভূমিকা কি ছিল সেটা এখনো চিহ্নিত করা যায়নি। তারা আরও জানায়, পুলিশ এখনো ভ্যানচালককে খুঁজছে, যিনি হামলার পর পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ আরও জানিয়েছে, এক মরক্কো নাগরিক ভ্যানটি ভাড়া করে তবে তিনি ঘটনার সাথে জড়িত কিনা তারা নিশ্চিত নয়।

কাতালোনিয়া অঞ্চলের একজন সরকারী কর্মকর্তা এক টুইটার বার্তায় জানাচ্ছেন, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

প্রত্যক্ষদর্শীদের মতে, শহরের সবচেয়ে ব্যস্ততম পর্যটকপ্রিয় এলাকা লাস রামব্লাসে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার পরমুহুর্তেই দেখা যায়, রাস্তার চারিদিকে রক্তাক্ত অবস্থায় অনেকে পড়ে আছে।

ঘটনার পরপরই এক রেস্তোরাঁ জিম্মি করে রাখা দুই বন্দুকধারীর সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানালেও পুলিশ এ ধরণের সংবাদকে নাকচ করে দিয়েছে।

এদিকে পুরো শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে, পুলিশ নগরবাসীকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছে। ইতিমধ্যে শহরের পরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, বন্ধ রাখা হয়েছে ট্রেন ও মেট্রো স্টেশন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fRMksr

August 18, 2017 at 09:10PM
18 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top