ফিরেছে ৯৯ শতাংশ বাতিল নোট, হদিশ নেই ১৬ হাজার কোটির

নয়াদিল্লি, ৩০ আগস্টঃ ডিমনিটাইজেশনের ফলে বাতিল হওয়া নোটের ৯৯ শতাংশ ফিরে এসেছে। বুধবার জানালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)।

আরবিআই বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ৫০০ ও ১০০০ টাকার মোট ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা মূল্যের নোট বাতিল করা হয়েছিল। তার মধ্যে ঘরে ফিরেছে ১৫ লক্ষ ২৮ হাজার কোটি টাকা অর্থাৎ মোট টাকার ৯৯ শতাংশ নোট রিমনিটাইজ হয়েছে। ১৬ হাজার কোটি টাকার নোট এখনও ফেরেনি রিজার্ভ ব্যাংকে।

তবে আরবিআই রিপোর্ট অনুযায়ী, নোট বাতিলের আগে প্রায় ৬৩২ কোটি পিস ১০০০ টাকার নোট বাজারে চালু ছিল। ডিমোনেটাইজেশনের পরবর্তী অধ্যায়ে এর মাত্র ১.৪ শতাংশ ফেরেনি। জিমনিটাইজড ৮,৯০০ কোটি টাকা মূল্যের ১০০০ টাকার নোট এখনও ফেরেনি সিস্টেমে।

আরবিআই আরও জানিয়েছে, গত বছরের ৩৪০০ কোটি টাকা রিমনিটাইজ করতে এবছর ৮০০০ কোটি টাকা খরচ করেছে সরকার।

কালো টাকা নির্মূল করতে গত বছরের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশা ছিল, ৩ লক্ষ কোটি টাকা ফিরবে না।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এবিষয়ে বলেন, ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকার নোট বাতিল করা হয়। তার মধ্যে ১৬ হাজার কোটি টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফেরেনি। অর্থাৎ ১%। এটা আরবিআইয়ের লজ্জা। কারণ, নোট বাতিলের সুপারিশ করেছিল তারাই।

এদিকে, আরবিআই ১৬ হাজার কোটি টাকা ফেরত পেয়েছে। কিন্তু, নতুন নোট ছাপাতে ২১ হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vs0yHs

August 30, 2017 at 07:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top