প্রবাদ আছে, বিপদ কখনো একা আসে না। বার্সেলোনার ক্ষেত্রে বলা যায়, দুঃসময় কখনো একা আসে না। নেইমার চলে যাওয়ার পর দলের দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে ফিলিপে কৌতিনহো এবং উসমান ডেম্বেলের জন্য মরিয়া হয়ে পড়লেও এই দুজনকে ন্যু-ক্যাম্পে আনার নিশ্চিয়তা এখনো দিতে পারেনি বার্সা। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, জ্যাঁ-মাইকেল সেরির সঙ্গে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে কাতালানরা। তবে সেই চুক্তিতেও দেখা দিয়েছে নতুন জটিলতা। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো শনিবার জানায়, ৪০ মিলিয়ন রিলিজ ক্লজ দিয়ে ফরাসি ক্লাব নিস থেকে সেরিকে কিনবে বার্সেলোনা। চুক্তির কাজ সম্পন্ন করার পথে বার্সা অনেকটাই এগিয়ে গেছে বলে দাবি ছিল মুন্দো দেপোর্তিভোর। তবে ভিন্ন সংবাদ জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। তাদের দাবি, সেরির রিলিজ ক্লজের সময়মীমা জুলাইয়ের মাঝামাঝিতেই পেরিয়ে গেছে। ফলে বার্সেলোনা চাইলেই এখন ৪০ মিলিয়ন ইউরোতে কিনতে পারবে না এই আইভরি কোস্ট তারকাকে। নেইমারের রিলিজ ক্লজের বাবদ ২২২ মিলিয়ন ইউরো পেয়েছে বার্সেলোনা। উসমান ডেম্বেলের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া কাতালানরা কৌতিনহোর জন্য ১৩০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি। ফলে সুযোগ থাকলে নিস তাদের খেলোয়াড় সেরির জন্য বেশি অর্থ আদায় করার সুযোগ হাতছাড়া করবে কেন? লেকিপ জানায়, নিস এখন আর ৪০ মিলিয়ন ইউরোতে রাজি নাও হতে পারে। আর তেমনটি হলে এই আইভরি কোস্ট তারকাকে পেতে আরো বেশি অর্থ খরচ করতে হবে বার্সাকে। বলাই যায়, দুঃসময় পিছু ছাড়ছেই না লিওনেল মেসির দলের। এমএ/ ০৪:২৫/ ২১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uYftsH
August 21, 2017 at 10:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top