ত্রাণ না মেলায় বিক্ষোভ গাজলে

গাজল, ২৪ আগস্টঃ সরকারি ত্রাণ না পেয়ে ক্ষোভে ফুঁসছেন গাজলের বন্যাকবলিত এলাকার মানুষেরা। বানভাসি মানুষেরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন পঞ্চায়েত এবং বিডিও অফিসের ওপর। এর আগেও বৈরগাছি এক ও দুই নম্বরের বন্যাদূর্গতরা ত্রাণ না পেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন।

বৃহস্পতিবার বিডিও অফিসে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন মালদার আলাল অঞ্চলের বন্যাদূর্গতরা। জনরোষের মুখে পড়ে অঞ্চল প্রধান ঠিক মতো ত্রাণ বিলি না হওয়ার কথা স্বীকার করে নেন। তবে লুঠের ভয়ে ত্রাণ বিলি করা যায়নি বলে জানানো হয় সরকারের তরফে। তবে একথাকে উড়িয়ে দিয়ে ত্রান সামগ্রী নিয়ে দলবাজি আর স্বজন পোষণ করার অভিযোগ এনেছেন পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। বিক্ষোভ চরম আকার ধারণ করলে গাজল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পরে বিডিও-র আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xvAh7K

August 24, 2017 at 07:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top