শাহপরাণ থানাধীন বিসিকে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

সুরমা টাইমস ডেস্ক: একটি রাষ্ট্রের উন্নয়নের মূল শর্ত হল অর্থনৈতিক উন্নয়ন। এই উন্নয়নের অগ্রাযাত্রাকে অব্যাহত রাখতে হলে দেশকে শিল্প প্রতিষ্ঠানে সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশ সরকার দেশের উন্নয়নের লক্ষ্যে একের পর এক অঞ্চল ভেদে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহ শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ নামে পৃথক পুলিশ সংস্থা গঠন করেছেন।

শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বহিরাগত দুর্বত্তের হাত থেকে শিল্পাঞ্চলকে রক্ষার জন্য পুলিশ হেডকোয়াটার্স এর নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার বিকাল ৪টায় বিসিক শিল্প নগরী খাদিম নগর সিলেটের ডি. জি. এম মো. মহসিন কবির খানের সভাপতিত্বে বিসিক খাদিমনগর সিলেট জেলা কার্যালয়ে ‘ইন্ডাষ্ট্রিয়াল কমিউনিটি পুলিশিং’ কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- শাহপরাণ (রহ:) থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন, অপারেশন অফিসার এসআই জয়ন্তকুমার দে, এসআই (নি:) আবু রায়হান নূর, বিসিক সিলেট মালিক সমিতির সভাপতি আইনুল মিয়া, সাধারণ সম্পাদক রুমায়ুন কবির সিদ্দিকী, শিল্প নগরী কর্মকর্তা সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমদ এবং বিসিক শিল্প নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় সর্ব সম্মতিক্রমে ২২ সদস্য বিশিষ্ট বিসিক শিল্প নগরী, খাদিম নগর, সিলেট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি নির্বাচিত হন গোলাম কিবরিয়া, সিলেট প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সহ-সভাপতি দিদারুল আলম, মধুবন, শফি আহমদ চৌধুরী নাদিরা ট্রেড ইন্টারন্যাশাল ও মো. ইকবাল হোসেন, বনফুল, সাধারণ সম্পাদক আহমদ জামি, সানটেক এনার্জি লিমিটেড, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খন্দকার, ফুলকলি, কোষাধ্যক্ষ সাইফুজ্জামান চৌধুরী, সিলকো, সদস্য আইনুল মিয়া, রুমায়ুন কবির সিদ্দিকী, মো. সেলিম, শাহিন আহমদ, আজাদ হোসেন, অতিন্দ্র দেব, মো. মকবুল আলী, মাহবুবুল আলম, মোফাজ্জল হোসেন, নুরুন্নবী, রত্না, মাসুমা হোসেন, রোমেনা বেগম।

এ কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা হিসাবে উপ-মহা ব্যবস্থাপক, বিসিক সিলেট এবং সমন্বয়ক- কমিউনিটি পুলিশিং অফিসার, শাহপরাণ(রহ:) থানা সিলেট মনোনিত হন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hOMmly

August 10, 2017 at 11:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top