বালুরঘাট, ০৬ আগস্ট তে-ভাগা এক্সপ্রেসের প্রথম যাত্রা শুরু হয়েছিল ১৪টি কামরা নিয়ে। যাত্রার প্রথম দিন থেকেই যাত্রী সংখ্যা বাড়ার পাশাপাশি যাত্রীদের মধ্যেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছিল। এরই মধ্যে রেল সিদ্ধান্ত নিয়ে ৪টি কামরা কমিয়ে দেয়। এরপর থেকে এলাকার মানুষের দীর্ঘ আন্দোলনের সূত্রপাত। একটি এসি চেয়ার-কার কামরা জুড়ে দেওয়া হলেও সেটি থাকা না থাকার সমান। দীর্ঘ টালবাহানার পর তাও তুলে দিয়ে, এবার জুড়ে দেওয়া হচ্ছে এসি-থ্রি-টায়ার কামরা। যাত্রার শুরুর পর থেকে ভারতীয় রেলের কর্তাদের এমনই খাম খেয়ালীপনার শিকার বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস ও তার যাত্রীরা। সম্প্রতি বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসে এসি চেয়ারকার কামরা তুলে দিয়ে ফের এসি-থ্রী টায়ার কামরা চালু করে বিতর্কের মুখে পড়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল। উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার থেকে থেকে তেভাগা এক্সপ্রেসে একটি এসি-থ্রী টায়ার কামরা জুড়ে দেওয়া হচ্ছে। ট্রেনটিতে মাত্র মাস তিনেক আগেই চালু করা হয়েছিল এসি চেয়ারকার কামরা। চালু করে তা বন্ধও করে দেওয়া হয়। রেল কর্তাদের তুঘলকীপনায় জেলার মানুষের মধ্যে শুরু হয় তীব্র ক্ষোভ। শুরু হয় আন্দোলন। যে আন্দোলনের চাপে এসি-থ্রী টায়ার কামরা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তারা। এবারও অস্থায়ীভাবে তেভাগার এসি-থ্রী টায়ার কামরা জুড়ে দেওয়ার সিদ্ধান্তে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ তুলে ফের আন্দোলন সংঘটিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্ত জানিয়েছেন আপাতত তিনমাসের জন্য তেভাগা এক্সপ্রেস ট্রেনে একটি এসি-থ্রী টায়ার কামরা চালু করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে চালু তা লাভজনক হলে পরবর্তীতে তা পাকাপাকি ভাবে রাখা হবে বলেও ডিআরএম জানিয়েছেন। এমএ/ ০১:০২/ ০৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ueHmfY
August 06, 2017 at 07:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top