টরন্টো, ৩১ জুলাই- ৩০ জুলাই রোববার টরন্টোর আর্ল বেইলস পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন অব টরন্টো, কানাডা এর জমজমাটপূর্ণ বার্ষিক বনভোজন। প্রবাস জীবনের অপ্রাপ্তির দু:খ বেদনার গ্লানি, কর্ম ব্যস্ততার নিয়ম মাফিক রুটিন আর পাগলা ঘোড়া নামক সময়কে পিছনে ফেলে টরন্টোতে বসবাসরত বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অধিবাসীরা পরিবার পরিজন ছেলেমেয়ে বন্ধু-বান্ধব নিয়ে মিলিত হয়েছিল প্রাণবন্ত বনভোজনের এক মিলন মেলায়। ছেলেমেয়েদের জন্য নানান মজার মজার খেলাধুলা, ছোট বড় সবার জন্য দৌড় প্রতিযোগিতা, নারীদের চোখ বেঁধে মোলালিসা ছবির কপালে ফোঁটা দেওয়ার প্রতিযোগিতা, গাছের ছায়াতলে বসে পুরনো বন্ধুদের সাথে দিনভর গল্প আড্ডা, তুমুল ফুটবল খেলার লড়াই, দলীয় কন্ঠে লোকসঙ্গীত পরিবেশনা, স্মৃতিচারণ, আকর্ষনীয় পুরস্কার আর আদি রেস্টুরেন্টের সুস্বাদু মজাদার বিরিয়ানী পেয়ে সবাই হারিয়ে গিয়েছিল আনন্দঘন এক নজরকাড়া বনভোজনে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আতাউর রহমান ও সাধারন সম্পাদক নিরঞ্জন দাস বনভোজনে অংশগ্রহনকারী ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। বনভোজন আয়োজন কমিটির আহবায়ক হিমাদ্রী রায় সঞ্জীব অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে বনভোজন আয়োজন করে সবার প্রশংসা অর্জন করেন। তিনি বনভোজনে অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রীষ্মের পড়ন্ত বিকালে তরমুজ ও চা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। বনভোজনে আগত সুনামগঞ্জের ছেলে মিলাদ চৌধুরী বলেন, প্রবাসে সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই বনভোজনের আয়োজন। পরিবার পরিজন নিয়ে বনভোজনে অংশগ্রহন করতে পেরে সবাই ভীষণ খুশী। আগামীতেও এই ধরনের বনভোজনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান। সর্বশেষে বনভোজনের বিভিন্ন খেলায় ও র্যাফেল ড্রয়ে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। কানেডি টাক্স ও একাউন্টিং ইনক এর স্বত্বাধিকারী মনোরঞ্জন তালুকদারের সৌজন্যে ১ম পুরস্কার ল্যাপটপ, সুপরিচিত রিয়েলটর ইবাদ চৌধুরীর সৌজন্যে ২য় পুরস্কার ট্যাবলেট ও অধ্যাপক আতাউর রহমানের সৌজন্যে ৩য় পুরস্কার ডিনার সেট বিতরণ করা হয়। সূত্রঃ সিবিএন২৪ আর/১০:১৪/৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vbWnyB
August 01, 2017 at 07:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন