নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে ট্রেনে কাটা পড়ে মারা গেছে বিরল প্রজাতির একটি বিশালাকৃতির অজগর। অজগরটি দৈর্ঘ্যে প্রায় দশ ফুট।
লাউয়াছড়া জাতীয় পার্কের বাঘমারা এলাকায় রেললাইনে শুক্রবার দুপুর ১২টার দিকে মৃত অজগরটিকে দেখতে পান এলাকাবাসী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুক্রবার দুপুরের দিকে ঘটনাটি শুনেছি।
সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, গত কয়েকমাসে লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে বেশকিছু বন্যপ্রানী মারা গেছে। এরমধ্যে দুইটি মায়া হরিণ, একটি শঙ্খিনী, একটি দাঁড়াশ, একটি অজগর রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vby8N9
August 20, 2017 at 12:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন