নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তথাকথিত সাত পীরের মাজারে কার্যক্রম বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন। শনিবার সন্ধায় শ্রীমঙ্গল থানার এস আই রাব্বি মাজারের খাদেম মোতাহিরকে তার মাজারের কর্মকান্ড বন্ধের নির্দেশ দিয়েছেন।
এস আই রাব্বি জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয় অতীতে পূর্ব শ্রীমঙ্গলে কোন ৭ পীরের মাজার ছিল না, এটি একটি কল্পিত ও ভুয়া মাজার। এই মাজারের কার্যক্রম বন্ধের নির্দেশ রয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মাজার বন্ধের বিষয়টি মোতাহির সহ তার অনুসারীদের তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, উপজেলার সদর ইউনিয়নের লালবাগ গ্রামের মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশে মৃত নূর মিয়ার ছেলে মোতাহির তার নিজের বসত ভিটায় নূরে-দরবারিয়া নামে ৭টি কবরস্থান বানিয়ে কাল্পনিক ৭ পীরের মাজার নাম ধারণ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।
এতে এলাকার শান্তি শৃংখলাসহ অসামাজিক কার্যলাপ বৃদ্ধি পেলে এব্যাপারে এলাকায় সর্বস্তরের লোকজন এই অবৈধ কার্যক্রম বন্ধে তৎপর হয়ে উঠে। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং পুলিশ প্রশাসন উভয়পক্ষকে শান্ত রাখার চেষ্ঠা করে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uiCGFQ
August 07, 2017 at 08:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.