বেনোনি, ২৪ সেপ্টেম্বর- দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সাথে প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান। মুশফিকুর রহিম ৬৩ রান ও মুমিনুল হক ৬৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করেন সাব্বির।দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়েছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। টেস্ট সিরিজে বাংলাদেশের ভালো করার ব্যাপারেও আশাবাদী তিনি। প্রস্তুতি নিয়ে সাব্বির রহমান বলেন, দক্ষিণ আফ্রিকাতে এটাই আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল। আমরা তিন দিন এখানে অনুশীলন করেছি। সব মিলিয়ে ভালো খেলেছি। উইকেটও খুব ভালো পেয়েছি, আমরাও খুব ভালো খেলেছি। অর্ধশতকের দেখা পান বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসও। ৫৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন কায়েস। এছাড়া দুই ইনিংসেই থিতু হয়েছিলেন ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে সৌম্য সরকার ৪৩ রান ও ইমরুল কায়েস ৩৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক করেছেন ৩৩ রান। তবে প্রস্তুতি ম্যাচ শেষে সাব্বির রহমানের আক্ষেপ হলো সফট ডিসমিসাল। সাব্বির বলেন, কয়েকটি সফট ডিসমিসাল ছিল। আশা করি প্রথম টেস্টে এমন হবে না। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য যথেষ্ট অনুশীলন হয়েছে বলে মনে করেন সাব্বির। তিনি বলেন, আবহাওয়া বাংলাদেশের মতো। ঠাণ্ডা বেশি। মানিয়ে নেয়ার জন্য আমরা অনুশীলন করেছি। আগামী বৃহস্পতিবার দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আরএস/১০:৫৩/২৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wdR1jz
September 24, 2017 at 05:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন